Latest News: ** Welcome to Pahartali Girls School & College **      আগামীকাল অত্র প্রতিষ্ঠানের সকল প্রকার একাডেমি এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

Syed Mahbubul Hoque
Chairman

View Profile

Shah Mohammad Imran
Head Teacher

View Profile

Notice Board
একাদশ শ্রেণিতে ভর্তির সময়সীমা বৃদ্ধির প্রসঙ্গে।
সর্বশেষ ৪র্থ পর্যায়ে ভর্তির আবেদন প্রসঙ্গে।
প্রাতিষ্ঠানিক ও শ্রেণি কার্যক্রম চলমান প্রসঙ্গে ।
এইচএসসি পরীক্ষা ২০২৪ স্থগিত প্রসঙ্গে।
একাদশ শ্রেণিতে ভর্তির সময়সীমা বৃদ্ধির প্রসঙ্গে।
একাদশ শ্রেণিতে ভর্তির সময়সীমা প্রসঙ্গে।
ষাণ্মাসিক মূল্যায়নের সংশোধিত রুটিন ২০২৪
ঘুর্ণিঝড় রেমাল প্রসঙ্গে।
শ্রেণি কার্যক্রমের নতুন সময়সূচি প্রসঙ্গে
তীব্র তাপদাহের কারণে বন্ধের নোটিশ
View All


Opening & Closing times:
Day Opening Closing Total
Friday Closed Closed 0 Hour
Saturday Closed Closed 0 Hour
Sunday 8:00 AM 2:30 PM 6.30 Hour6.30 Hour
Monday 8:00 AM 2:30 PM 6.30 Hour6.30 Hour
Tuesday 8:00 AM 2:30 PM 6.30 Hour6.30 Hour
Wednesday 8:00 AM 2:30 PM 6.30 Hour6.30 Hour
Thursday 8:00 AM 2:30 PM 6.30 Hour6.30 Hour

Welcome to Pahartali Girls' School & College

বাংলাদেশ রেলওয়ে পাহাড়তলী এলাকার নারি শিক্ষা প্রসারের লক্ষ্যে ১৯৫০ সালে পাহাড়তলী বালিকা বিদ্যালয় নামে শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে যেখানে নিন্ম ও মধ্যবিত্ত আয়ের পরিবারের মেয়েরা নামমাত্র বেতনে এবং অতি দরিদ্র পরিবারের মেয়েরা বিনাবেতনে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ার সুযোগ পেতো। পরবর্তীতে শিক্ষার্থী ও অভিভাবকদের চাহিদা বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানের তৎকালীন পরিচালনা পর্ষদের সভাপতি ও জনাব জহুরুল আলম জসীম ২০১৭ সালে উক্ত প্রতিষ্ঠানের কলেজ শাখার চালু করেন যা উক্ত প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রমকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বর্ধিত করেছে।


Academic Calendar
Map Location

National Help Line
Today's Birthday

AFRA MAHJABIN MAHI

Twelve - C - 3



News & Events

ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ মোকাবিলায় শিক্ষার্থীদের মাঠপর্যায়ে প্রশিক্ষণ।
ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ মোকাবিলায় শিক্ষার্থীদের মাঠপর্যায়ে প্রশিক্ষণ দিচ্ছেন বাংলাদেশ ফায়ার রেসকিউ সার্ভিস ও জার্মান রেড ক্রস এর সদস্যরা। উক্ত কর্মশালায় শিক্ষার্থীদের বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে উদ্ধার কাজের উপর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
রাফকাদ ও তারেক স্যারের বিদায় সংবর্ধনা
বিদায় কথাটি বেদনার হলেও কিছু ক্ষেত্রে তা অনেক আনন্দের। আজ যে দুজন শিক্ষক বিদায় নিচ্ছেন, তাঁরা যাচ্ছেন তাদের সফলতার দ্বারপ্রান্তে। NTRCA কর্তৃক সুপারিশপ্রাপ্ত হওয়ায় আমাদের মাঝ থেকে ওনারা বিদায় নিচ্ছেন। আপনাদের অমায়িক আচরণ, বিনয়ী মনোভাব ও আন্তরিকতা আগামী দিনকে করবে আরও বেশি উজ্জ্বল ও আলোকিত।
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান।
এসেছে শত পুষ্পের দল করছি তাদের বরণ। অদ্য ০৮/০৮/২০২৪ইং তারিখ অনুষ্ঠিত হল #পাহাড়তলী_গার্লস_স্কুল_এন্ড_কলেজ এর একাদশ শ্রেণির #নবীন_বরণ অনুষ্ঠান। অত্র অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ #জনাব_শাহ_মোহাম্মদ_ইমরান। এছাড়াও শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ।
একজন সহকর্মীকে বিদায় জানানো কখনোই সহজ নয়
একজন সহকর্মীকে বিদায় জানানো কখনোই সহজ নয়, ভাগ করা মুহূর্ত গুলো লালিত স্মৃতিতে পরিণত হয়। ভোরের সভা থেকে গভীর রাতের সময়সীমা। আপনার উপস্থিতি আমাদের কর্মদিবস উজ্জ্বল করেছে। আপনি যা করেছেন তার জন্য কৃতজ্ঞতার সাথে, এবং জেতার জন্য যুদ্ধে সাফল্য কামনা করি। বিদায়, প্রিয় বন্ধু, যতক্ষণ না আমাদের আবার দেখা হবে, এখানে তোমার উত্তরাধিকার চিরকাল থাকবে।
প্রধান_শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন
সহকারী প্রধান শিক্ষক #জনাব_শাহ_মোহাম্মদ_ইমরান স্যার #প্রধান_শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পাওয়ায় #PGSC পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন
স্যারের আজ ছিল শেষ কর্মদিবস।
জীবনের দুটি কঠিন বিচার- প্রথমবারের জন্য মিলিত হওয়া এবং শেষ বারের জন্য বিদায় নেওয়া। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ ফজলুল করিম স্যারের আজ ছিল শেষ কর্মদিবস। সম্পর্কটা মাত্র ৯ বছরের হলেও মায়াটা যেন আরো অনেক বছরের। আসলে ব্যবহার,আচার-আচরণ একটা মানুষকে অনেক কিছুই উপহার দিতে পারে।স্যারও আমাদের কাছে তেমনি বেঁচে থাকবেন উনার সুন্দর আচরণ আর সুন্দর মানসিকতার জন্য। স্যার ছিলেন আমাদের কাছে বটবৃক্ষ।শত ঝড়,শত রৌদ্রতাপ,শত প্রতিকূলতায় তিনি ছিলেন আমাদের ছায়া। চাকুরি জীবনের অবসান ঘটায় আজ তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তাই বলব- হয়ত হবে না দেখা একই টেবিল,একই খাতায়, তবুও থাকবে মনে, স্যার ছিল একসাথে একদা-য়। বেলাশেষে,কে হাঁকিবে,ও মা তোরা কই! আমরা কইব,এই তো আছি,ফের হবে হইচই।
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষক ও শিক্ষার্থীর শ্রদ্ধা
স্বাধীন দেশের স্বাধীনতা অর্জনের পিছনে সকল শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে মহান স্বাধীনতা দিবসে প্রতিষ্ঠান প্রধান জনাব মোঃ ফজলুল করিম ও সহঃ প্রধানসহ সকল শিক্ষক, গভর্নিং বডি, অভিভাবক ও শিক্ষার্থিদের উপস্তিতিতে বীরদের প্রতি স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত সকলে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
বিজয় দিবসে স্মৃতিসৌধে প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষক ও শিক্ষার্থীর শ্রদ্ধা
মহান বিজয় দিবসে প্রতিষ্ঠান প্রধান জনাব মোঃ ফজলুল করিম প্রথমে স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর গভর্নিং বডির সদস্যরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় উপস্থিত সহঃ প্রধানসহ সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থিরা মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর পাহাড়তলী গার্লস স্কুলের পক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রতিষ্ঠান প্রধান জনাব মোঃ ফজলুল করিম। এ সময় প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যরা ও সহঃ প্রধানসহ সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার আনুষ্ঠানিকতা।

Address
Shahid Lane, Pahartali, Akborshah, Chattogram - 4202
pgsc1950@gmail.com, pghs_50@yahoo.com
+8801819070585
EIIN: 104675
Code (College: - || School: 3117)